Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিলেটে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভা

মিছিল-শ্লোগানে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২০, ২০২৩, ১১:৪১ এএম


মিছিল-শ্লোগানে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
ছবি: সংগ্রহ

প্রতিবারের মতো এবারো সিলেটে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বুধবার সকালে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় অংশ নিতে এরই মধ্যে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তাঘাটসহ পুরো নগরীকে  সাজানো হয়েছে। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার জন্য সিলেটের বিভিন্ন রুটে চারটি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
সিলেটের পর পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগ ও জেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা।
এআরএস

 

Link copied!