Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নলছিটিতে হুইল চেয়ার-কম্বল বিতরণ

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৩, ১১:৫৩ এএম


নলছিটিতে হুইল চেয়ার-কম্বল  বিতরণ

ঝালকাঠির নলছিটিতে শারীরিকভাবে দুর্বল ও অসহায়দের মাঝে হুইল চেয়ার ও কম্বল  বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)’র আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় হুইল চেয়ার ও কম্বল  বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নজরুল ইসলামের সভাপতিত্বে কোডেকের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোন্দকার মজিবর রহমান, সমৃদ্ধ কর্মসূচির প্রকল্প সম্বনয়ক রুহুল আমিন হাওলাদার, কোডেকের নলছিটি শাখা ব্যবস্থাপক মো. জাবেদ, সমৃদ্ধ কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!