Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেঘনার কূল থেকে নারীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ২১, ২০২৩, ১২:১৯ পিএম


মেঘনার কূল থেকে নারীর অর্ধ-গলিত লাশ উদ্ধার

নোয়াখালির বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর কূল থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে স্থানীয়দের সহযোগিতায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের পূর্বে সোনাদিয়া ইউনিয়নে লাশ মেঘনা নদীর পাড়ে দেখতে পান স্থানীয়রা। এসময় এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে হাতিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিসান আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে, তবে এখনো মরদেহের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরাদেহটি জোয়ারের পানিতে এখানে ভেসে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে ফাটানো হয়েছে, পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরএস

Link copied!