Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নির্বাচনী সহিংসতা: চট্টগ্রাম-১৫ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

ডিসেম্বর ২২, ২০২৩, ১২:৪৮ পিএম


নির্বাচনী সহিংসতা: চট্টগ্রাম-১৫ আসনে নৌকার সমর্থকদের ওপর হামলা

চট্টগ্রাম ১৫- আসনে আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নিজাম উদ্দিন নদভীর সমর্থকদের ওপর হামলা করেছে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থকরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে সাতকানিয়া চরতি এলাকায় নদভীর পত্নী রিজিয়া রেজা  নির্বাচনী প্রচারণায় গেলে এ হামলার ঘটনা ঘটে।

এতে চরতী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী ও সাতকানিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গুরুতর আহত হন। নৌকার প্রার্থী আবু রেজার পত্নী রিজিয়া অভিযোগ করেন, হত্যার টার্গেট নিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

চট্টগ্রাম-১৫ আসনে নৌকার প্রার্থী নদভী ও স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের সমর্থকরা প্রতিদিন কোন না কোন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। একে অপরকে হুমকি দিচ্ছেন। বক্তব্য দিয়ে ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির করছেন। এতে ৭ জানুয়ারি সাধারণ ভোটার ভোট দিতে কেন্দ্রে যাওয়া নিয়ে ভীতির সঞ্চার হচ্ছে।

এদিকে নির্বাচনী সহিংসতা শুধুমাত্র চট্টগ্রাম-১৫ আসনের মধ্যে সীমাবদ্ধ নেই। চট্টগ্রামের ৫টি আসন (১৩, ৯ ৬, ৭ ও ৫) ছাড়া বাকি সব আসনে ছড়িয়ে পড়েছে নির্বাচনী সহিংসতা।

এআরএস

Link copied!