Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৩, ০২:১৯ পিএম


নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট আগারগাও ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নিকলী শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান (পরিকল্পনা উন্নয়ন ও গবেষণা) মুহাম্মদ মোস্তফা হাসান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার পাপিয়া আক্তার। কর্মশালায় নিকলী উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

এআরএস
 

Link copied!