Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর

কেরানীগঞ্জ প্রতিনিধি

কেরানীগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৩, ০৮:২৭ পিএম


অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর

সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর। সাধারণ মানুষ নৌকায় আবারো ভোট দিবেন বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (২২ ডিসেম্বর) কেরানীগঞ্জের কালিন্দীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চায় না সরকার। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর।

কোন দল এলো, তা দেখার বিষয় নয় বলেন আওয়ামী লীগের এ নেতা বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক হওয়াই মুখ্য বিষয়। নির্বাচনের পাশাপাশি অশুভ শক্তিকে বিতাড়িত করা হবে। গত ১৫ বছরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ৭ জানুয়ারি আবারো নৌকার পক্ষে ভোট চাইলেন কামরুল ইসলাম।

কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মোস্তানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি কামরুল ইসলাম কামু, যুগ্ম সম্পাদক মনির হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য হামিদা বেগম লতা প্রমুখ।

এইচআর

Link copied!