Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৩, ০১:০৬ পিএম


দোয়ারাবাজারে ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
ছবি: আমার সংবাদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেন ও সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের আব্দুল রহমানের ছেলে সুন্দর আলী‍‍`র ঘরে অভিযান চালিয়ে ৯৬‍‍`বোতল অফিসার চয়েস ও ২৪ বোতল এসি ব্ল্যাক মদসহ সর্বমোট ১২০ বোতল মদ জব্দ ও মাদককারবারি সুন্দর আলীকে (৬৫) আটক করা হয়।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এআরএস

Link copied!