Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অসহযোগ আন্দোলন

লালমনিরহাটে লিফলেট বিতরণের সময় আটক এক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৩, ০২:৩১ পিএম


লালমনিরহাটে লিফলেট বিতরণের সময় আটক এক

লালমনিরহাটে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতারণ সময় বিএনপি’র এক কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের সেনামৈত্রী হর্কাস মার্কেট সামনে তাকে আটক করা হয়। এই সময় তিনি  লিফলেট বিতরণ কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। আটক জামাল মহেন্দ্রনগর বিএনপি একজন সক্রিয় সদস্য বলে জানা গেছে।

জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মজমুল প্রামানিক বলেন, আমরা লিফলেট বিতরণ শেষে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ খবর পেলাম জামালকে আটক করছে সাদা পোশাক পরিহিত পুলিশ। তবে কি বিষয়ে তাকে  আটক করেছে আমরা জানি না।

এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

এআরএস

Link copied!