Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভোট বর্জনের আহ্বানে নান্দাইলে বিএনপি’র লিফলেট বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৩, ২০২৩, ০৩:৩০ পিএম


ভোট বর্জনের আহ্বানে নান্দাইলে বিএনপি’র লিফলেট বিতরণ
ছবি: আমার সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে ময়মনসিংহের নান্দাইলে সাধারন জনগণের মাঝে লিফলেট বিতরণ করছে বিএনপি’র নেতাকর্মীরা।

বিএনপি’র কর্মসূচি অনুযায়ী ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন, শেরপুর ইউনিয়ন ও খারুয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারে লিফলেট বিতরণ করে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী, জেলা উত্তর বিএনপি’র সদস্য ও বিএনপির বৈদেশিক সম্পর্কিত কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খান চৌধুরী এবং জেলা উত্তর বিএনপি’র সদস্য ও সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের পক্ষে ভোট বর্জনের আহ্বানের লিফলেট বিতরণ করেন স্ব-স্ব গ্রুপের নেতাকর্মীবৃন্দ।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীরা বর্তমান ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে ৭ জানুয়ারি নির্বাচনে ভোট বর্জনের জোর দাবি জানান।

এআরএস

Link copied!