Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পাথরঘাটা পাবসস‍‍`র আওতাধীন খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:৪৬ এএম


পাথরঘাটা পাবসস‍‍`র আওতাধীন খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন
ছবি: আমার সংবাদ

বরগুনার পাথরঘাটা উপজেলার পাবসস’র আওতাধীন খালগুলো পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। রোববার (২৪ ডিসেম্বর) পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা বাজারে দুই শতাধিক স্থানীয় গ্রামবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পদ্মা গ্রামের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক জানাযন, আমাদের এই এলাকার পাবসস এর আওতাধীন যে খালগুলো রয়েছে সেগুলো আমাদের খুবই প্রয়োজন। অথচ কিছু কুচক্র মহল এই উন্নয়ন কাজে বাধা দেয়ার জন্য বৃত্তিহীন মিথ্যা অভিযোগ দিয়েছে যাতে এই খাল গুলো পুনঃখনন না হয়। তাই সকল গ্রামবাসীসহ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের সকলের একটাই দাবি পাথরঘাটা উপজেলাধীন ৪নং সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোড়ালিয়া হাজির খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (এসপি নং ১৩০৭১) পাবসস এর আওতাধীন নাব্যতা হারানো খালগুলো যাহাতে দ্রুত পুনঃখনন করা হয়।

এআরএস

Link copied!