Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুলিশের অভিযানে অবৈধ চোলাইমদসহ কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৩, ০৩:৪৭ পিএম


পুলিশের অভিযানে অবৈধ চোলাইমদসহ কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদসহ সুকৃতি চাকমা (৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।মোটরসাইকেল জব্দ।

রোববার (২৪ডিসেম্বর) সকালে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) সুমন কান্তিদে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সুকৃতি চাকমা (৪০)কে ৩৫ লিটার মদসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুকৃতি চাকমা (৪০) খাগড়াছড়ি জেলার পানছড়ির চেংগী ইউনিয়নের লেনদিয়া পাড়া (৮ নং ওয়ার্ডের প্রভাত চন্দ্র চাকমার ছেলে।

মানিকছড়ি থানা পুলিশ জানান, সুকৃতি চাকমা (৪০)কে  ৩৫ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।

এইচআর

Link copied!