Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গোসাইরহাটে ইয়াবাসহ আটক তিন

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৩, ০৪:০৪ পিএম


গোসাইরহাটে ইয়াবাসহ আটক তিন

মাদক বিরোধী বিশেষ অভিযানে শরীয়তপুরের গোসাইরহাটে দুইশত পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১১ টার দিকে এসআই আরিফ তালুকদার, এসআই মনিরুজ্জামান, এসআই সোহেল হোসেনসহ সঙ্গীও ফোর্স গোসাইরহাট ইউনিয়নের পট্টি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আসমা আক্তার রীনা ঢালী ও তার স্বামী আনছার উদ্দিন ঢালীকে ১৪৫ পিচ ইয়াবা ও মো. শাহ পরানকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করেন।

ইয়াবাসহ আটকৃতরা হলেন, গোসাইরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আসমা আক্তার রীনা ঢালী (৪৬) ও তার স্বামী আনছার উদ্দিন ঢালী (৫৭) এবং উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়ার হাবিবুর রহমান মৃধার ছেলে মো. শাহ পরান (৩৫)।

গোসাইরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, শরীয়তপুর জেলার পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তিন মাদক ব্যবসায়ীকে ২০০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদেরকে আলামতসহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এইচআর

Link copied!