Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

যেকারণে বক্তব্য না দিয়েই ফিরে গেলেন নৌকার প্রার্থী নাসিম

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:১৯ এএম


যেকারণে বক্তব্য না দিয়েই ফিরে গেলেন নৌকার প্রার্থী নাসিম
ছবি: আমার সংবাদ

ফেনী-১ (ফুলগাজী,পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। ফুলগাজীর নতুন মুন্সিরহাটে সড়ক যানচলাচলে বিঘ্ন ঘটায় পথসভা না করেই ফিরে গেছেন।সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত প্রচারণার অংশ হিসেবে সন্ধ্যায় ওই  উপজেলার নতুন মুন্সিরহাটে পথসভার আয়োজন করা হয়। এতে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বক্তব্য দেওয়ার কথা ছিল।

তবে  সভামঞ্চে এসে সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটিয়ে পথসভার আয়োজন করায় স্থানীয় নেতাকর্মীদের এবিষয়ে প্রশ্ন করেন তিনি। তখন দ্রুত সড়কে যানচলাচল স্বাভাবিক করতে নির্দেশ দিয়ে বক্তব্য না দিয়েই ফিরে গেলেন নাসিম চৌধুরী।

এআরএস
 

Link copied!