Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে ঈগল সমর্থকদের ওপর হামলা, আহত ১০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৩, ১২:১৪ পিএম


সরিষাবাড়ীতে ঈগল সমর্থকদের ওপর হামলা, আহত ১০
ছবি: আমার সংবাদ

জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপি‍‍`র সমর্থকদের উপর নৌকা প্রতীকের সমর্থকদের অতর্কিত হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাডিয়াপাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এ ঘটনা ঘটে।

এ সময় স্বতন্ত্র প্রার্থীর অফিসের চেয়ার ভাংচুর করা হয়। নৌকা প্রতীকের সমর্থকদের হাতে আহত হন- ফারুক হোসেন, রুকন মিয়া, মুন্না মিয়া, রুবেল মিয়া, আমজাদ হোসেন, রাজিব, আতিক, সাদ্দাম হোসেন, দেলখোস মিয়াসহ ১০ জন।

এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়সাল আহমেদ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ নিয়ে শিমলা বাজার এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।

এআরএস

Link copied!