Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শ্বশুর বাড়িতে ইয়াবাসহ জামাই গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৩:৫০ পিএম


শ্বশুর বাড়িতে ইয়াবাসহ জামাই গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য ১১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শশুর বাড়ি থেকে মো. আরিফ হাসান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. আরিফ হাসান কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর দক্ষিণপাড়ার মো. জজ মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উপজেলার পৌরসভার, দূর্গাপুর (পশ্চিমপাড়া) আসামির শশুর আনোয়ারুল হক শামসুর বসত ঘরের সম্মুখ কক্ষে গ্রেপ্তারকৃত আসামি মো. আরিফ হাসানের পরিহিত লাল খয়েরী রংয়ের জ্যাকেটের পকেট থেকে মাদকদ্রব্য ১১ শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ হাসানকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. নূরে আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ  করা হয়েছে। গ্রেফতাকৃত আসামির বিরুদ্ধেও ইতিপূর্বে ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এইচআর
 

Link copied!