Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বড়দিন

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচি (বান্দরবান) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৪:০৫ পিএম


নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বড়দিন

সারাবিশ্বের ন্যায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব "শুভ বড়দিন" বান্দরবানের থানচিতে নানান আয়োজনে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের পাড়া গুলোতে ধর্মীয় উপাসনালয়ে শুভ বড়দিন উপলক্ষে আবারো প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমলা বাগান পাড়ায় দুপুরে নটরডেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাদার এডমন্ড ক্রুশ সিএসসি পরিচালনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পাড়া খ্রিষ্ট ভক্তগন ছোট বড় সকলেই অংশগ্রহণ করেন। এই উপজেলায় ত্রিপুরা, বম, খুমি, ম্রো ও খিয়াং সম্প্রদায় লোকজনেরা নিজেদের মতো করে শুভ বড়দিন উৎসবকে পালন করেছে। এখানে সবচেয়ে বড় গীর্জা মধ্যে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী ও শান্তিরাজ ধর্মপল্লীসহ পাহাড়ের পাড়া ভিক্তিক কমবেশি ৮০টির বেশি গীর্জা রয়েছে।

পাহাড়ের শুভ বড়দিন রোববার থেকে উৎসব পালন করা শুরু করেছে। খ্রিষ্টান পাড়া গুলোতে উপাসনা আগে ও পরে বাড়ি বাড়ি গিয়ে কীর্ত্তন গানের নেচে গেয়ে আনন্দে মেতে উঠেছে। চলবে আরো দুইএক দিন।

এইচআর
 

Link copied!