Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে "বড়দিন" উপলক্ষে ডিআইজি’র উপহার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৪:৩২ পিএম


খাগড়াছড়িতে

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন "বড়দিন" উপলক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এর পক্ষথেকে বিভিন্ন চার্চে শুভেচ্ছা উপহার প্রদান ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

যিশু খ্রিস্টের জন্মদিন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ‍‍`বড়দিন‍‍` বিশ্বজুড়ে উদযাপিত হয় অত্যন্ত পবিত্র ও আনন্দঘন পরিবেশে। বাংলাদেশেও দিনটি সমমর্যাদায় প্রতিবছর উদযাপিত হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান, খাগড়াছড়ি মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহসান ছাড়াও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!