Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আড়াইহাজারে ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৪:৪৩ পিএম


আড়াইহাজারে ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলের লাঠির আঘাতে মা পারভীন (৫০) এর মৃত্যুর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘাতক ছেলে বেলায়েতকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের দড়িগাঁও  গ্রামে।

নিহত পারভীনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তিনি ওই গ্রামের মৃত আঃ আজিজের স্ত্রী।

আড়াইহাজার থানার এসআই নাহিদ মাসুম গণমাধ্যমকে জানান, ওই এলাকার মৃত আঃ আজিজের ছেলে বেলায়েত তার মা পারভীন (৫০) এর সাথে ঝগড়া করে উত্তেজিত হয়ে মা কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে।

সঙ্গে সঙ্গে পারভীন আক্তারের মাথা ফেটে যায় এবং রক্তাক্ত আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই সোহেল রানা লাশটি হাসপাতাল থেকে নিয়ে আসতে চাইলে সংবাদ পেয়ে শাহাবাগ থানা পুলিশ উপস্থিত হয়ে লাশ তাদের জিম্মায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখে।

এদিকে পারভীনের মৃত্যু সম্পর্কে শাহাবাগ থানা আড়াইহাজার থানাকে অবগত করলে আড়াইহাজার থানা পুলিশ ঘাতক ছেলে বেলায়েতকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এইচআর

Link copied!