Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে যুবদলের সদস্য সচিব রিপন গ্রেপ্তার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৫:১৭ পিএম


আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে যুবদলের সদস্য সচিব রিপন গ্রেপ্তার

পটুয়াখালী দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ডিসেম্বর) পটুয়াখালী ব্রীজের টোল প্লাজা থেকে তাকে আটক করেন সদর থানা পুলিশের একটি টিম ।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে টায় যুবদল নেতা সালাউদ্দিন রিপন শরীফ পটুয়াখালী আদালতে একটি নিয়মিত মামলায় হাজিরা দিতে যাওয়ার উদ্দেশ্য রওয়ানা হলে পথিমধ্যে পটুয়াখালী ব্রীজের টোল প্লাজা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে তা ছাড়াও তার নামে একাধিক মামলাও রয়েছে।

এইচআর

Link copied!