Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নান্দাইলে আন্ত:জেলা মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৬, ২০২৩, ০৫:২৭ পিএম


নান্দাইলে আন্ত:জেলা মাদক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুশুল্লী ইউনিয়নের এম.এম.বি ইটভাটার সামনে থেকে আন্ত:জেলা মাদক চক্রের দুই সদস্যকেগ্রেপ্তার করে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী নামক স্থানে এম.এম.বি ইটভাটার সামনে থেকে উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের আ: সাত্তারের পুত্র মহসিন (৩৪) ও কিশোরগঞ্জ জেলার নীলগঞ্জ উপজেলার পাটদা গ্রামের জিল্লুর রহমানের পুত্র আতাউর রহমান জীবন (২৮)কে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আসামিদ্বয় আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেলের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু সহ ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এইচআার

Link copied!