Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গুইমারায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৩, ১০:৫৪ এএম


গুইমারায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ মো. আনোয়ার (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর দিক নির্দেশনায় গুইমারা থানার উপ-পরির্দশক (এসআই)মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয়  অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে গুইমারা থানাধীন হাফছড়ি  ইউপির মধ্যম হাফছড়ি (রাজশাহী পাড়া) এলাকায় আসামি মো. আনোয়ার(৩৭) কে এককেজি ২০(বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, মো. আনোয়ার(৩৭) গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন এর মধ্যম হাফছড়ি রাজশাহীপাড়ার মো. আবুল কাশেম’র ছেলে।

গুইমারা থানা পুলিশ জানান, আসামি মো. আনোয়ার(৩৭) গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন’র মধ্যম হাফছড়ি রাজশাহীপাড়ার এর বসত ঘর থেকে লাল রং এর শপিং ব্যাগের ভিতরে রক্ষিত  এক  কেজি ২০(বিশ) গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক  ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন পুলিশ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গুইমারা থানায় মাদক আইনে  মামলা রুজু প্রক্রিয়াধীন।

এআরএস

Link copied!