Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আজেবাজে বক্তব্য দিয়ে ভোট পাওয়া যায় না: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৩, ১০:৫৮ এএম


আজেবাজে বক্তব্য দিয়ে ভোট পাওয়া যায় না: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: আমার সংবাদ

লালমনিরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উদ্দেশ্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলছেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমাকে নিয়ে আজেবাজে বক্তব্য দিচ্ছে। এটি কোনভাবেই কাম্য নয়, এভাবে জনগণের কাছে কখনোই আস্থা গ্রহণ করতে পারবেন না তারা। জনগণ তাদের ভোট না দিয়ে প্রত্যাখ্যান করবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া হাই স্কুল মাঠে চলবলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনি সভায় এসব কথা মন্ত্রী বলেন।

তিনি আরও বলেন, যেই ভাইকে আমি বড় করেছি, সেই ভাই আজকে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে কথা বলছে। কিসের লোভে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করছে সেটা জনগণ জানে। আমি তাকে অনুরোধ করব, অশালীন বক্তব্য দিয়ে পরিবারকে ছোট করিও না। পরিবারকে ছোট করলে তুমিও ছোট হবে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা। এই মার্কায় ভোট দিলে উন্নয়ন অব্যাহত থাকে। তাই সবাইকে অনুরোধ করছি, ঐদিন সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

নৌকা মার্কার মনোনয়ন পাওয়ার আগে ভোটারদের স্বতন্ত্র প্রার্থী বলেছিল। আমি নৌকা মার্কা পেলে হাতে চুরি পড়বে। মার্কা যখন পেয়েছি, তখন তাদের মুখে আটিয়া কলা ঢুকছে।

নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, চলবলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমাস মিজু, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গাসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এআরএস

Link copied!