Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়‍‍` শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৩, ০৬:২৯ পিএম


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়‍‍` শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে, রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অফিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস। সভার শুরুতে বাংলাদেশের উন্নয়ন নিয়ে একটি ডিজিটাল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল্লাহ আল মামুন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, দৈনিক গিরিদর্পনের সম্পাদক এ কে এম মকছুদ আহমেদসহ বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা। সভায় আলোচকরা বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে সরকার কাজ করছে। স্মার্ট বাংলাদেশের সুফল এখনই দেশের মানুষ পেতে শুরু করেছে।

এইচআর

Link copied!