Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নওগাঁ-২ আসন

অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন আমিনুল হক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৩, ০১:২৯ পিএম


অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন আমিনুল হক
ছবি: সংগ্রহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাইকোর্টের আপিল বিভাগে রিটের শুনানীতে অবশেষে বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হক প্রার্থীতা ফিরে পেয়েছেন। পরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক গোলাম মওলা কর্তৃক ঈগল প্রতীক বরাদ্দ পান আমিনুল হক।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন প্রার্থী নিজেই। প্রতীক বরাদ্দ পরপরই এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে তাঁর সমর্থক ও নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ঈগল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে লড়বেন বলে ভোটারদের নিকট দোয়া ও ভোট কামনা করছেন আমিনুল হক।

বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হক নওগাঁ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন।

এআরএস

 

Link copied!