Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশালের জনসমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

আরিফ হোসেন, বরিশাল ব্যুরো

ডিসেম্বর ২৯, ২০২৩, ০২:১৯ পিএম


খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশালের জনসমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা
ছবি: আমার সংবাদ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের জনসমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। জনসমাবেশে অংশ নিতে সকাল থেকেই স্লোগানসহকারে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসমাবেশে অংশ নিতে ৫ বছর পর আজ বরিশালে আসছেন আজ শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

জনসমাবেশে অংশ নিতে সকাল থেকেই স্লোগানসহকারে মিছিল নিয়ে বঙ্গবন্ধু উদ্যানের জনসমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সকাল থেকেই মাঠের প্রবেশপথে আশপাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা জনসমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশ স্থলের আশেপাশের এলাকাজুড়ে নেতাকর্মীদের ভিড় চোখে পড়ার মত । প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে তারা সকাল থেকেই জনসমাবেশস্থলের প্রবেশপথে অপেক্ষা করছেন।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালে জনসমাবেশকে কেন্দ্র করে কঠোর অবস্থানে থাকতে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্য দিবেন।

এআরএস
 

Link copied!