Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শুদ্ধাচার পুরস্কার পেলেন কিশোরগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৩:০৫ পিএম


শুদ্ধাচার পুরস্কার পেলেন কিশোরগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম
ছবি: আমার সংবাদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‍‍`র জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ পেয়েছেন কিশোরগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম। বুধবার (২৭ ডিসেম্বর) এলজিইডির ত্রৈমাসিক সভায় তার হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে ক্রেস্ট সম্মাননা স্মারক ও চেক তুলে দেন প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।

জাতীয় শুদ্ধাচার (সংশোধন) নীতিমালা-২০২১ এর অনুচ্ছেদ ৩.৩ এবং ৩.৪  অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত ২য় গ্রেড হতে গ্রেড ৯ ভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হতে এ পুরষ্কার প্রদান করা হয়।

প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন মহোদয়ের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

]

কিশোরগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‍‍`র বিভিন্ন পর্যায়ের ৩ ক্যাটাগরিতে মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ এর জন্য মনোনীত হয়েছেন।

চৌকস, কর্মঠ ও ন্যায়ের পথে আপসহীন মো. আমিরুল ইসলামকে কাজের স্বীকৃতি দেওয়ায় কিশোরগঞ্জ এলজিইডি পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

এআরএস

Link copied!