Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ময়মনসিংহ-৯

নান্দাইলে ঈগলের জনসভায় উপচেপড়া ভিড়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৪:০০ পিএম


নান্দাইলে ঈগলের জনসভায় উপচেপড়া ভিড়
ছবি: আমার সংবাদ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের ঈগলের জনসভায় জনসাধারণের উপচেপড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় জাহাঙ্গীপুর ইউনিয়নের সিডস্টোর বাজারে ঈগল প্রতীকের এ জনসভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান হুমায়ূন মাস্টারের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল প্রমুখ।

জানা যায়, বেলা ২টার পর থেকে জাহাঙ্গীরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রাম থেকে বিভিন্ন পেশাজীবির সাধারণ মানুষ দলে দলে ঈগলের মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। এসময় ঈগল, ঈগল ও তুহিন ভাই, তুহিন ভাই স্লোগানে মুখরিত হয় জনসভাটি। জনসভাটি যেন জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে জনসমুদ্রে পরিণত হয়েছে।

সভায় স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, গত ১০ বছরে নান্দাইলবাসীর উন্নয়নে কাজ করেছি। আর আমি নৌকা না পেলেও আপনাদের সমর্থনে ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে আছি। আমি আপনাদের জনবান্ধব এমপি হিসাবে আবারও জনগণের এমপি হিসাবে থাকতে চাই। সে লক্ষ্যে ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী ঘোষণা করে আপনাদের তথা নান্দাইলবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ।

এআরএস

Link copied!