Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি ৫০ লাখ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ডিসেম্বর ৩১, ২০২৩, ০৩:৪৯ পিএম


চরফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতি ৫০ লাখ

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারী গঞ্জ চেয়ারম্যানহাটে  ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে।  শনিবার দিবাগত রাত পৌনে দশটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শাহিন মিকার নামের ব্যবসায়ীর গ্যারেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েএ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনগণ ও চরফ্যাশন ফায়ার সার্ভিসের সহায়তায় রাত বারোটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় ব্যবসায়ী শাহীনসহ মোহাম্মদ মাসুদের নাঈম গ্লাস হাউজ ও নাসিম মিকারের গ্যারেজে থাকা সকল মালামাল ভস্মিভূত হয়। নাসিমের দোকানে থাকা একটি হোন্ডা ও  সম্পূর্ণ পুড়ে যায়। নাঈম গ্লাস হাউজের অন্তত পনের লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাথমিক জরিপে মোট প্রায় পঞ্চাশ লাখ টাকা ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরিন হক  আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এআরএস

Link copied!