Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির সাংবাদিক নিহত

সাভার প্রতিনিধি

সাভার প্রতিনিধি

ডিসেম্বর ৩১, ২০২৩, ০৫:৪৩ পিএম


সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির সাংবাদিক নিহত
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কামরুজ্জামান রতন নিহত। ছবি: ফাইল

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বেপরোয়া গতির ট্রাকের চাপায় কামরুজ্জামান রতন (৫০) নামে দীপ্ত টিভিতে কর্মরত এক সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান রতন ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন, কামরুজ্জামান নামে ওই সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রকিয়া চলছে।

দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, কামরুজ্জামান রতন দীপ্ত টিভির হেডঅফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারে বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন। সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, আশুলিয়ার বিশমাইল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এছাড়াও সাভারের জোরপুল এলাকায় সড়ক দূর্ঘটনায় অপর আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

এআরএস

Link copied!