Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৩১, ২০২৩, ০৭:৪৫ পিএম


ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

শনিবার মধ্য রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ভূঁইয়া বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

থানায় লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। মধ্য রাতে ঘরের দরজার সামনে থেকে পুলিশ পরিচয় দিয়ে ঘরে থাকা লোকজনকে ডেকে তুলে ডাকাতেরা। ডাকাত দল অস্ত্র দেখিয়ে ঘরে থাকা লোকজনকে বেঁধে ফেলে।

ডাকাতেরা ৩টি মোবাইল, নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতেরা চলে যাওয়ার পর প্রতিবেশীদের সহায়তা উদ্ধার হয়ে জরুরি সেবা ৯৯৯—এ কল দেয় ভুক্তভোগীরা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে জানতে পেরেছি। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করব। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এইচআর

Link copied!