Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ইউএনও-উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৫ লাখ টাকা উত্তোলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৪, ০৩:৪০ পিএম


ইউএনও-উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৫ লাখ টাকা উত্তোলন

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের স্বাক্ষর জাল করে ৪ লাখ ৯০ হাজার ৭২০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন উপজেলা চেয়ারম্যানের অফিস সহায়ক পান্না কুমার রায়।

গত ৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার চলতি হিসাব নং ২৮২০১০০০১৪০১১ থেকে এসবি ২৮২০৭৮৮৫৯৯৫ নং পাতা জমা দিয়ে এই টাকা উত্তোলন করেন তিনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে পান্না কুমার রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ৪ লাখ ৯০ হাজার ৭২০ টাকা সোনালী ব্যাংক তালা শাখা থেকে উত্তোলন করেছেন। যা ২৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার তথ্য বিবরণী থেকে জানা যায়। এ ঘটনায় আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে ০৫.৪৪.৮৭৯০.০০০.৩২.০০৬.২৩-১০১৮ নং স্বারকে তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

সোনালী ব্যাংক ব্যবস্থাপক শেখ নাহিদুজ্জামান মিঠু বলেন, কাল ব্যাংকে আসলে এ বিষয়ে কথা হবে। তবে চেকে জাল স্বাক্ষরের বিষয়টি তিনি এড়িয়ে যান।

অফিস সহকারী পান্না রায় বলেন, আমি কোনো নোটিশ পাইনি। তবে ব্যাংক থেকে জাল স্বাক্ষরে টাকা উত্তোলনের কথা স্বীকার করেন তিনি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচআর

Link copied!