Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৪, ০৫:০৮ পিএম


নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালাই বাসট্যান্ড চত্বরে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড.হারুনুর রশীদ হারুন, কালাই উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশীদ মামুন, দুলাল, আক্কেলপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন প্রমুখ।

এ সময় বিএনপি নেতারা জনসাধারণকে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করে ভোটকেন্দ্রে না যেতে আহবান করেন।

এইচআর

Link copied!