Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নবীনগরে ৩ নারী স্বর্ণ চোর গ্রেপ্তার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৪, ০৮:৩৮ পিএম


নবীনগরে ৩ নারী স্বর্ণ চোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বর্ণের দোকানে চুরি করার সময় ৩ নারী স্বর্ণ চোরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার পৌরশহরের স্বর্ণ পট্টির আলপনা জুয়েলার্স ও গোপাল জুয়েলার্সের দোকানে এই চুরি ঘটনা ঘটে।

এঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন কাঁঠালিয়া গ্রামের রোজিনা আক্তার (৩৬) ও আহম্মেদপুর গ্রামের মিনা বেগমকে (৫০) । এবং তাদের দেয়া তথ্য মতে কাঁঠালিয়া গ্রামের আফসানা আক্তার (১৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দুই নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে গোপনে স্বর্নালঙ্কার চুরির চেষ্টা করে। দোকানদারের সন্দেহ হলে থানায় ফোন দিলে এস আই আবু বক্করের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের আটক করে।

এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুল আলম জানান, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের চুরি করার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। প্রচলিত ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচআর

Link copied!