Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৪, ০৯:৪৬ পিএম


ট্রাক-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ২জন নিহত এবং চালকসহ ৩ জন আহত হয়েছে। নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায়।

নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কাচিঘটা এলাকার মজিবুর রহমান (৮০)এবং তার স্ত্রী হাবিবা বেগম (৭০)।

এলাকাবাসী,পুলিশ সুত্রে জানা যায়,গাজীপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান মঙ্গলবার বিকেলে তার বাবা মজিবুর রহমান ,মাতা হাবিবা বেগম, শাশুরী ও শ্যালককে নিয়ে গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে ফুলবাড়ীয়া তাদের গ্রামের বাড়ী যাচ্ছিল।

তাদের বহনকৃত সিএনজি চালিত অটোরিক্সাটি মৌচাক-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌছালে শাখা সড়ক থেকে দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিক্সাটি দুমড়ে মুচে সড়কের উপর ছিটকে পড়ে।

এসময় সিএনজি যাত্রী মজিবুর রহমান এবং তার স্ত্রী হাবিবা বেগম নিহত হয়। এসময় সিএনজি চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর এবং মাওনা এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা বলেন, গাজীপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান তার মা-বাবা এবং শাশুরী ও শ্যালককে নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা যোগে নিজবাড়ী কাচিঘাটা  যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একই পারিবারের দুই জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

এইচআর
 

Link copied!