Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শোলমারী সীমান্তে বোমা বিস্ফোরণ, আহত ১

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি)

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি)

জানুয়ারি ৩, ২০২৪, ০৪:০৫ পিএম


শোলমারী সীমান্তে বোমা বিস্ফোরণ, আহত ১
ছবি: আমার সংবাদ

মেহেরপুরের শোলমারী সীমান্তে বোমা বিস্ফোরণে সোহান হোসেন (৪০) নামে এক কৃষক আহত হয়েছে।
বুধবার( ৩ জানুয়ারি)  সকাল ১১ টার সময় বিশ্বাস পাড়ার মাঠে কচুরিপানা পরিষ্কারের সময় এ ঘটনা ঘটে।
আহত সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও শোলমারী গ্রামের বাসিন্দা গোলাম মোহাম্মদ মতু জানান, সোহান পেশায় একজন কৃষক। সে মাঠে কচুরিপানা পরিষ্কার করার সময় হাসুয়ার কোপ লাগে বোমার উপর। এ সময় বোমা বিস্ফোরণে সে মারাত্মক আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বোমাটি কচুরিপানার মধ্যে আগে থেকে কে বা কারা রেখে দিয়েছিল নাকি ঘটনাটি নাশকতা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে বোমা বিস্ফোরণ ও আহতের ঘটনা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কনি মিয়া জানান, বিষয়টি খতিয়ে দেখে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!