Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

দুধকুমার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জানুয়ারি ৩, ২০২৪, ০৬:৪৫ পিএম


দুধকুমার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: আমার সংবাদ

গ্রামের অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কুড়িগ্রামের কচাকাটা থানার ‌‌‘দুধকুমার ফাউন্ডেশন’।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুধকুমার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আতাউর রহমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন।

তিনি বলেন, বিত্তবানদের পাশাপাশি দেশের সকল সামাজিক সংগঠনগুলোকে অসহায়দের সাহাযার্থে এগিয়ে আসতে হবে।

আতাউর রহমান আরও বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগীতা পেলে দুধকুমার ফাউন্ডেশন আগামীতে আরও ভালো কাজ করবে ইনশাল্লাহ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম রুহুল আমিন।

আরও উপস্থিত ছিলেন মো. রফিকুজ্জামান, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজ মন্ডল, সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিক, গোলের হাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. হানিফ উদ্দীন, কচাকাটা দ্বিমুখী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আইউব আলী, কচাকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সদস্য নুর নবী সরকার প্রমুখ।

এআরএস

Link copied!