Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে হত্যা: থানায় মামলা, আটক ৩

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৬:০৮ পিএম


নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে হত্যা: থানায় মামলা, আটক ৩

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে হেসাখাল ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভুঁইয়ার (৪৫) উপর অতর্কিত সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ ৪০ জন এজাহার নামীয় এবং অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় রোববার দুপুরে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে থানার উপ-পরিদর্শক সমর বড়ুয়া।

আটককৃতরা হলেন, উপজেলার বটতলী ইউপির কাশিপুর গ্রামের ফারুক, পৌরসভার গোত্রশাল গ্রামের হেলাল ও আফছার।

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে সাবেক এমপি গফুর ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীরা।

নিহত সেলিম হেসাখাল খিলপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও চার সন্তানের জনক।

এ বিষয়ে থানার ওসি একে ফজলুল হক বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছে। পৃথকস্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!