Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘আপনারা আমাকে ভোট দেন আমি উন্নয়ন দেব’

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৪, ০৮:০৫ পিএম


‘আপনারা আমাকে ভোট দেন আমি উন্নয়ন দেব’

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের নৌকার মাঝি সালাউদ্দীন মিয়াজী বলেছেন, আপনারা আমাকে ভোট দেন আমি এলাকার উন্নয়ন দেব। আপনারা যদি আমাকে সুযোগ করে দিতে পারেন তাহলে আমি মহেশপুর-কোটচাঁদপুর এলাকাকে আমি নতুন করে গড়বো। সেই সাথে এলাকা থেকে আমি সন্ত্রাস মুক্ত করবো। আল্লাহর রহমতে আমি আপনাদের পাশে থাকতে চাই।

বৃহস্পতিবার বিকালে মহেশপুর হাইস্কুল মাঠের নৌকা প্রতিকের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত নৌকা প্রতিকের জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, সাবেক সংসদ সদস্য খালেদা খানম, কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরীফুননেছা মিকি, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা টিটোন মিয়া, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিটু, কোটচাঁদপুর পৌর মেয়র আব্দুল সেলিম, কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম প্রমুখ।

এইচআর

Link copied!