Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আচরণবিধি লঙ্ঘন

নৌকার প্রার্থীকে রাজাকার বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জানুয়ারি ৪, ২০২৪, ০৮:৩৮ পিএম


নৌকার প্রার্থীকে রাজাকার বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সেলিনা ইসলামকে শোকজ করেছে আদালত।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর-২ নির্বাচন অনুসন্ধান কমিটির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ন জেলা ও দায়রা জজ ফারহানা ভুঁইয়া এ রায় দেন।

রায়ে উল্লেখ করা হয়, জাতীয় একটি অনলাইন পত্রিকায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে ‍‍`রাজাকার পরিবারের সদস্য‍‍` বলেছেন সেলিনা ইসলাম। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এবিষয়ে আগামী ৫ জানুয়ারির মধ্যে জবাব প্রদানের জন্য বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে নুর উদ্দিন নয়নের পক্ষে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান গাজী বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

এ আসনে নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন ও স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম ছাড়াও আরও ১১জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে আসনটির কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে বক্তব্যে সেলিনা ইসলাম এ মন্তব্য করেন।

এইচআর

Link copied!