Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নির্বাচনের দুইদিন আগে ফেনীতে ভোটকেন্দ্রে রহস্যজনক আগুন

এস এম ইউসুফ আলী, ফেনী

এস এম ইউসুফ আলী, ফেনী

জানুয়ারি ৫, ২০২৪, ১১:৪৫ এএম


নির্বাচনের দুইদিন আগে ফেনীতে ভোটকেন্দ্রে রহস্যজনক আগুন
ছবি: আমার সংবাদ

আসন্ন ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে ফেনীতে ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে জেলার সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানায়, চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৩৫৪ নারী-পুরুষ ভোটার রয়েছেন। হঠাৎ ভোটের দুইদিন আগে স্কুলের প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনের পেছনের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বিদ্যালয়টির কিছু চেয়ার টেবিল ও আলমিরায় থাকা কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এরপর সোনাগাজী উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এবং সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাস্থলে গিয়ে তাঁরা ওই জানালাটি খোলা দেখতে পেয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় জানান, সকাল ৭টার দিকে ৯৯৯ এ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান তিনি। আগুন লাগার কারণ উদঘাটনের বিষয়ে ওসি জানান, একদিকে বিএনপির অসহযোগ আন্দোলন অন্যদিকে স্কুল ম্যানেজিং কমিটির বিরোধ। এদুটো বিষয় মাথায় রেখে এব্যপারে তদন্ত করা হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ের উল্যাহ জানান, স্কুলের অডিট চলাকালে প্রধান শিক্ষক জয়নাল আবদীনকে অব্যাহতি দেন সভাপতি ডা. আবদুল হক। এনিয়ে দীর্ঘদিনের চলমান বিরোধেও এই ঘটনা ঘটতে পারে।

সোনাগাজী উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান জানান, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। ভোটের সময় আরও বেশি নিরাপত্তা জোরদার করা হবে।

এআরএস

Link copied!