Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

তপুর মৃত্যুতে শোকস্তব্দ মধ্যনগর

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রিতিনিধি

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রিতিনিধি

জানুয়ারি ৫, ২০২৪, ০২:০৭ পিএম


তপুর মৃত্যুতে শোকস্তব্দ মধ্যনগর
ঢাকা মেট্রোপুলিশের উপকমিশনার জ্যোতির্ময় সরকার তপু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উজ্জ্বল নক্ষত্র ঢাকা মেট্রোপুলিশের উপকমিশনার জ্যোতির্ময় সরকার তপু (৪১) মৃত্যুতে শোকস্তব্দ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। জ্যোতির্ময় সরকারকে রাষ্ট্রীয় সম্মাননা শেষে সিলেটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

মধ্যনগর সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৃত জহরলাল সরকারের একমাত্র সন্তান জ্যোতির্ময়। তিনি ৩০তম বিসিএস উত্তীর্ণ পুলিশে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন। মৃত্যুকালে  স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এআরএস

Link copied!