Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নৌকার প্রচারণায় নগদ টাকা: সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৪, ০১:০৫ পিএম


নৌকার প্রচারণায় নগদ টাকা: সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ছবি: আমার সংবাদ

ফেনীতে নৌকার প্রচারণায় নগদ টাকা বিতরণের  দায়ে সদর উপজেলার শশদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঁঞার বিরুদ্ধে মামলা রুজু করতে এজাহার দায়ের করেছেন স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর স্মারক নং-১৭.০০.০০০০.০৪৫.৪৮.০১৩.২৩-৩৬, তারিখ-০৪/০১/২০২৪খ্রিঃ মূলে পত্র প্রাপ্তি হয়ে নির্দেশক্রমে ফেনী মডেল থানায় এজাহারটি দায়ের করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ফেনী-২ (সদর) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর গণসংযোগ শেষে শশর্দী ইউনিয়নস্থ জাহানপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারীদের হাতে নগদ টাকা সহ সেখানে অনেক লোকজনদের হাতে প্রার্থীর ছবি সংবলিত খাবারের প্যাকেট বিতরণ করেন।

এতে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ ও ৭৫ এর বিধান লঙ্ঘনের দায়ে উক্ত আদেশের অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(৬) এর বিধান লঙ্ঘন করেন ।

প্রসঙ্গত,ওইদিন নিজাম উদ্দিন হাজারী শর্শদী ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে স্থানীয় মোহাম্মদ আলী বাজার, নিমতলা, শর্শদী বাজার, আবুপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ ও প্রচারণা শেষে জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগত নারী-পুরুষ ভোটারদের নগদ অর্থ ও প্রার্থীর ছবি সম্মিলিত প্যাকেটে খাবার বিলি করেন ইউপি চেয়ারম্যান জানে আলম। এ সময় নগদ টাকা ও খাবার না পেয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।

চেয়ারম্যান জানে আলম বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে এ সংক্রান্ত ভিডিও ফুটেজ গণমাধ্যমকর্মীদের হাতে আছে জানালে তিনি এটিকে ইউনিয়নের গরিব জনগণের নিয়মিত সহযোগিতার অংশ বলে সাংবাদিকদের  জানান।

এআরএস

Link copied!