Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে তৃণমূল বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৪, ০৩:২১ পিএম


ফেনীতে তৃণমূল বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর
ছবি: আমার সংবাদ

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আঁশ প্রতীকের আজিম উদ্দিন আহমেদের নির্বাচনি অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দর পুর গ্রামে প্রার্থীর নিজ বাড়ির পাশের নির্বাচনি প্রচারণার প্রধান অফিসে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ দুটি ফাঁকাগুলির শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে দুর্বৃত্তরা চেয়ার টেবিল ও ব্যানার ফেস্টুন ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পোঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

হামলার বিষয়ে প্রার্থী আজিম উদ্দিন আহমেদ জানান, পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটেছে। আগামীকালের নির্বাচন নিয়ে ভোটাররা আতঙ্কে আছেন। এজন্য ভোটাররা কেন্দ্রে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তা চান তিনি।

এআরএস

Link copied!