Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামরাইয়ে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল

ধামরাই প্রতিনিধি

ধামরাই প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৪, ০৮:১৪ পিএম


ধামরাইয়ে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে।

আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ছয়টা থেকে দেশব্যাপী হরতাল শুরু হয়েছে। হরতালের সমর্থনে বিকেলে (সাড়ে ৪টায়) ঝটিকা মিছিল বের করে ধামরাই থানা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী লোড অ্যাক্সেল স্টেশন এলাকায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদের সার্বিক তত্ত্বাবধানে হরতাল সফল করার লক্ষ্যে একটি ঝটিকা মিছিল বের করে।

মিছিলটি মহাসড়কের বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করে বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে সরকার বিরোধী ও নির্বাচন বর্জনের নানান শ্লোগান দেয়। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!