Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিখোঁজের তিন ঘন্টা পর নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৪, ০৮:৫৭ পিএম


নিখোঁজের তিন ঘন্টা পর নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

পটুয়াখালী মির্জাগঞ্জের পায়রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘন্টা পরে রাকিব গাজি (৭) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সে উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের মো. মোশারফ গাজির পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, কাকড়াবুনিয়া ইউনিয়নের বিধুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র রাকিব গাজি শনিবার দুপুর দেড়টার দিকে পায়রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৩ ঘন্টা পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই নদী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সাইমুন ইসলাম জানান, শনিবার দুপুর দুইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শিশুটির উদ্ধারের জন্য পায়রা নদীতে অভিযান চালাই। পরে টানা তিন ঘন্টা তল্লাশির পরে শিশু রাকিবের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই্চআর
 

Link copied!