Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

জানুয়ারি ৬, ২০২৪, ০৯:১০ পিএম


যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

যশোর শহরতলীর শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা ভোটকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপির যশোর সহকারী জেলা কমান্ডিং অফিসার শফিকুল ইসলাম।

তিনি জানান, আমরা খবর পেলাম শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দূর থেকে দুটি ককটেল বোমা নিক্ষেপ করে পালিয়ে গেছে। গোটা এলাকায় বিকট শব্দে আওয়াজ হয়। আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। এখানে পুলিশ সদস্যরাও এসেছে। তবে ঘটনায় ভোটকেন্দ্রে কোনো সমস্যা হয়নি। অন্ধকারের মধ্যে এ ঘটনা ঘটেছে।

আরএস

Link copied!