Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পটুয়াখালী‌তে বাড়‌ছে ভোটার উপ‌স্থি‌তি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৪, ১১:৪০ এএম


পটুয়াখালী‌তে বাড়‌ছে  ভোটার উপ‌স্থি‌তি
ছবি: আমার সংবাদ

সকাল ৮টায় পটুয়াখালীর ৪‌টি আস‌নে ভোট গ্রহণ শুরু হ‌লে ভোটার উপ‌স্থি‌তি কম দেখা গে‌লেও বেলা বাড়ার সা‌থে সা‌থে ভোটা‌রের উপ‌স্থি‌তি বাড়ছে। বেলা ১০টা পর্যন্ত কোন ধর‌নের অ‌ভি‌যোগ কোন প্রার্থীর পক্ষ থে‌কে পাওয়া যায়‌নি। 
এ‌দি‌কে পটুয়াখালীর দুমকী উপ‌জেলার আংগা‌রিয়া মাধ‌্যমিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে সকাল পৌ‌নে ১০টায় নি‌জের ভোট প্রদান ক‌রে‌ছেন পটুয়াখালী-১ আস‌নের জাতীয় পা‌র্টির প্রার্থী জাতীয় পা‌র্টির কো চেয়ারম‌্যান এ‌বিএম রুহুল আ‌মিন হাওলাদার।


এ সময় ভোটার‌দের সা‌থে কুশল বি‌নিময় ক‌রেন। তা‌দের খোজ খবর নেন। ভোট কে‌ন্দ্রে আস‌তে কোন সমস‌্যা হ‌য়ে‌ছে কিনা সে বিষ‌য়ও খোজ খবর নেন। ওই ভোট কেন্দ্নে ভোটার উপিস্থিতি চোখে পড়ার মত।
এর আ‌গে সকাল সা‌ড়ে ৯টায় দুমকী উপ‌জেলার আংগা‌রিয়া গ্রা‌মের নিজ বাড়ী‌তে বাবা মা‌য়ের কবর জিয়ারত ক‌রেন এ‌বিএম রুহুল আ‌মিন হাওলাদার।

প্রসঙ্গত, পটুয়াখালী ৪ টি আসনের নির্বাচনে মোট কেন্দ্র- ৫০৭ টি, বুথ-৩,২১০ টি। সুষ্ঠু নির্বাচ‌নের জন‌্য ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৭৪১ জন পু‌লিশ সদস‌্য, ২২প্লাটুন সেনাবাহিনী, ১০প্লাটুন বিজিবি, ৬৪জন র‍্যাব, ৭৮জন ব্যাটালিয়ন আনসার, ৩প্লাটুন কোস্ট গার্ড, ( এর ম‌ধ্যে শুধু রাঙ্গাবালী উপ‌জেলায় ৮৭ জন কোষ্ট গার্ড) ৬ হাজার ৯১২জন আনসার ও ভিডিপি, এবং ৬৯০ জন গ্রাম পুলিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। জেলার ৪‌টি আস‌নে মোট ভোটার ১৪,০৮৯২১জন।

এআরএস

Link copied!