Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪,

মোট কেন্দ্র ৫৫৬

কক্সবাজার চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

রাশেদুল ইসলাম, কক্সবাজার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

জানুয়ারি ৭, ২০২৪, ১২:৩৫ পিএম


কক্সবাজার চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম
কক্সবাজার খুরুশকুল উচ্চবিদ্যালয়ে ভোটার উপস্থিতি কম- ছবি দৈনিক আমার সংবাদ

কক্সবাজারের ৪টি আসনের ৫৫৬টি ভোট কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ভোটাররা বিচ্ছিন্নভাবে আসতে শুরু করেছেন। তবে ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম।

এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকালে শহরের বার্মিজ স্কুল, টেকপাড়া প্রাইমারি স্কুল, হাশেমিয়া কামিল মাদ্রাসা, বাংলা বাজার ছুরুতিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

শহরের বার্মিজ স্কুল কেন্দ্রে ভোট প্রদান করে ভোটার মহিলা কামরুন্নেছা বলেন, অনেক নির্বাচনে ভোট দিয়েছি। তবে এখানে ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি৷

হাশেমিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জাহেদুর রহমান বলেন, ‘সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, কক্সবাজার জেলার চার সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। তন্মধ্যে, পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। হিজড়া ভোটার রয়েছে জেলার মধ্যে টেকনাফে মাত্র ২ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, ‘কক্সবাজারের চারটি আসনের সব কটি কেন্দ্রকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে ।

ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা কোনো ধরনের গোলযোগের সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ৷

এআরএস

Link copied!