ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৪, ০২:০৬ পিএম
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৪, ০২:০৬ পিএম
দিনাজপুর-৬ আসনের ঘোড়াঘাট উপজেলায় ভোট গ্রহণের সকালে ভোটার শূন্য ছিল অধিকাংশ কেন্দ্র। কিছু কিছু ভোট কেন্দ্রে হাতেগুণা ৪-৫ ভোটারের দেখা মিলেছে। তবে বেলা গড়িয়ে দুপুরে কেন্দ্র গুলোতে কিছুটা বেড়েছে ভোটারের সংখ্যা।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য বলছে, সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ কার্যক্রম। এই উপজেলার মোট ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টা পর্যন্ত এসব কেন্দ্রে ভোট পড়েছে ৫ শতাংশ। সকাল ১০ টা পর্যন্ত পর্যন্ত এই সংখ্যা একই ছিল। বেলা ১১টা এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ শতাংশ। দুপুর ১২টায় সর্বশেষ হিসেব অনুযায়ী এই উপজেলায় ভোট পড়েছে ২০ শতাংশ।
এবারের নির্বাচনে ঘোড়াঘাট উপজেলায় চারটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫১৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫২ হাজার ২৯৬ জন এবং নারী ভোটার ৫৩ হাজার ২২০ জন।
এআরএস