Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শরীয়তপুরে প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসারকে ক্লোজড

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৪, ০২:৫৪ পিএম


শরীয়তপুরে প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসারকে ক্লোজড

শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) নির্বাচনী এলাকার চরভাগা আক্কাস আলী হাওলাদার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও এক পোলিং অফিসারকে ক্লোজড করা হয়েছে।

রবিবার(৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার রামভদ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ
মুহা. আব্দুস সামাদ নূরী ও পোলিং অফিসার আমেনা বেগমকে ক্লোজড করে নির্বাচনী ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে বুথের সংখ্যা ৮ টি। পোলিং অফিসার আমেনা বেগম বৃদ্ধ ২-৩ জন ভোটারের ভোট দিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে প্রজাজিং অফিসারসহ ওই পোলিং অফিসারকে ক্লোজড করে থানা পুলিশের হেফাজতে দিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্রাম্যমাণ আদালত।

সখিপুর থানা পুলিশের উপপরিদর্শক নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, তাদেরকে নির্বাচনী কেন্দ্র থেকে ক্লোজড করে থানা পুলিশের হেফাজতে দিয়েছে। নির্বাচন কমিশন তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

উল্লেখ্য, শরীয়তপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৩৬৬ জন। আসনটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মো. ওহিদুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীক নিয়ে মাহমুদুল হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীক নিয়ে ফিরোজ মিয়া, মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে মো. মনির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক নিয়ে সৌমিত্র দত্ত, ন্যাশনাল পিপলস পার্টির আম মার্কা নিয়ে মো. আবুল হাসান, বিকল্পধারা বাংলাদেশের কুলা প্রতীক নিয়ে আমিনুল ইসলাম, গণফ্রন্টের মাছ প্রতীক নিয়ে কাজী জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরএস

Link copied!